সভাপতি
শিক্ষায় আলোকিত চাঁপাইনবাবগঞ্জের আজাইপুর গ্রামে অবস্থিত একটি সুপ্রাচীন বিদ্যাপিঠ শংকরবাটী উচ্চ বিদ্যালয়। বিনম্র শ্রদ্ধা জানাই সেই সকল মহৎ প্রাণদের যাঁরা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। অদ্যাবধি বিদ্যালয়টি অত্র এলাকার সন্তানদের জ্ঞান ও শিক্ষা দিয়ে দেশ ও জাতির সেবা করে আসছে। অসংখ্য মেধাবী শিক্ষার্থী মানুষ হয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছেন। তাঁরা তাঁদের লব্ধজ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্ব স্ব ক্ষেত্রে নিয়োজিত থেকে এই জেলা তথা বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন। অত্র বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও কর্মচারীবৃন্দ সুনামের সাহিত বিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পালন করে আসছেন। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করিতেছি।