বানীঃ প্রধান শিক্ষক
আম, কাঁসা, পিতলের জন্য বিখ্যাত চাঁপাইনবাবঞ্জ জেলার আজাইপুর গ্রামে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শংকরবাটী উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। অত্র এলাকার জ্ঞান পিপাসু ব্যক্তি জনাব মোঃ মনির উদ্দীন পণ্ডিত এলাকার কিছু গণ্য-মান্য ব্যক্তিবর্গকে নিয়ে ১৯১৪ সালে বিদ্যালয়টি স্থাপন করেন। যা পরবর্তীতে এম.ই স্কুল ও ১৯৬৩ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৭২ সালে প্রাথমিক শাখা ও নিম্ন মাধ্যমিক শাখা আলাদা করা হয় এবং ১৯৯৪ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। যেসব ব্যক্তিবর্গ এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন আজ তারা আমাদের মাঝে নেই। কিন্তু তাদের অবদান কখনোই ভুলবার নয়। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রতিষ্ঠার লগ্ন থেকে বিদ্যালয়টি শিক্ষার্থীদের জ্ঞান দান করে আসছে, যার ফলশ্রতিতে আজ বহু শিক্ষার্থী দেশ বিদেশে সুনামের সহিত খ্যাতি অর্জন করছেন যা আমাদের গর্বের বিষয়। এ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী আন্তরিকতার সাথে জ্ঞান দান করে আসছে। বর্তমানে শিক্ষার্থীরা মনোরম পরিবেশে আনন্দের সাথে জ্ঞান অর্জন করছে। এই প্রতিষ্ঠানের প্রধান হতে পেরে ব্যক্তিগতভাবে আমি আনন্দিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বিদ্যালয়টি দিন দিন উন্নতির পথে এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।